ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

বিয়ের আগে শারীরিক সম্পর্ক, বাবার কাছে আলিয়ার প্রশ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২১ জুন ২০২১   আপডেট: ১৫:৪৪, ২১ জুন ২০২১
বিয়ের আগে শারীরিক সম্পর্ক, বাবার কাছে আলিয়ার প্রশ্ন

বাবার সঙ্গে আলিয়া কাশ‌্যপ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা-অভিনেতা অনুরাগ কাশ‌্যপ। তার কন‌্যা আলিয়া কাশ‌্যপ। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন তিনি। তবে বর্তমানে মুম্বাইতে বাবার সঙ্গে রয়েছেন। রোববার (২০ জুন) ছিল বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনে আলিয়া তার ইউটিউব চ‌্যানেলে একটি ভ্লগ প্রকাশ করেছেন। তাতে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো বা প্রেগন‌্যানসি নিয়ে বাবা অনুরাগ কাশ‌্যপের কাছে প্রশ্ন রাখেন এই অভিনেত্রী।

আলিয়া তার বাবাকে প্রশ্ন করেন—‘যদি বলি, আমি অন্তঃস্বত্ত্বা?’ জবাবে অনুরাগ কাশ‌্যপ বলেন, ‘আমি জানতে চাইব তুমি সত্যি মা হওয়ার জন্য তৈরি কিনা। যদি তোমার উত্তর হ্যাঁ, হয় তাহলে আমি সেটাই সমর্থন করব। আর সেটা তুমিও ভালোভাবেই জানো। নিঃসন্দেহে সেটার জন্য তোমাকে হয়তো জীবনে অনেক কঠিনমূল্য দিতে হবে, সেই সম্পর্কেও তোমাকে একটা ধারণা দেব, কিন্তু শেষ পর্যন্ত তোমার পাশে থাকব।’  

বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর বিষয়ে প্রশ্ন করেন আলিয়া। জবাবে অনুরাগ কাশ‌্যপ বলেন—‘এটা আশির দশকের প্রশ্ন, বিষয়টা এখন অনেক এগিয়ে গেছে। এটা আমরা কলেজে থাকাকালীন করতাম, সেটার ঠিক-বেঠিক বিচার করতাম। সেক্সুয়ালিটি এবং সেক্স আমাদের মানব শরীরের বিষয়, এটা আমাদের বুঝতে হব। কোনোরকম চাপে পড়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে চলবে না, চাপ থেকে কোনো কিছু করলে তা সঠিক হয় না। অথবা নিজেকে কুল প্রমাণিত করার জন্য কোনো যৌন সম্পর্কে জড়ানোর দরকার নেই। তুমি এটা তখন করো, যখন তোমার মনে হবে তুমি তৈরি এবং তোমার সঙ্গে কেউ রয়েছে। সেটা বিশেষ কোনো মানুষ হতে হবে!’

আরো পড়ুন:

প্রায় এক বছর ধরে শেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া। এই মুহূর্তে মুম্বাইতে অনুরাগ কাশ্যপের সঙ্গে রয়েছেন তিনি। আলিয়ার প্রেমিককে নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন অনুরাগ। তার ভাষায়—‘আমার তো শেনকে ভালোই লাগে। শেন ভালো ছেলে, খুব আধ্যাত্মিক, শান্ত। ওর মধ্যে এমন কিছু গুণ আছে, যা ৪০ বছর বয়েসী অনেক পুরুষেরও থাকে না। কঠিন পরিস্থিতি দারুণ সামলাতে পারে।’

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়