ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

প্রস্তুত জাদুসম্রাট পি. সি. সরকারের নাতনি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২৩ জুন ২০২১   আপডেট: ১৪:২১, ২৩ জুন ২০২১
প্রস্তুত জাদুসম্রাট পি. সি. সরকারের নাতনি

মুমতাজ সরকার

ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার। তার আরেক পরিচয় তিনি প্রখ্যাত জাদুকর পি. সি. সরকার জুনিয়র ও জয়শ্রী দেবী দম্পতির কনিষ্ঠ মেয়ে এবং জাদুসম্রাট পি. সি. সরকারের নাতনি। ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি তামিল, তেলেগু, হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন মুমতাজ। ২০০৯ সালে বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন এই অভিনেত্রী।

বলিউডে মুমতাজের প্রথম সিনেমা ‘সালা খাড়ুস’। এতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করেন তিনি। এবার বলিউডের দ্বিতীয় সিনেমায় কাজ করছেন। এতে তাকে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে। নাম ঠিক না হওয়া এ সিনেমার জন‌্য পুরোপুরি প্রস্তুত জাদুসম্রাট পি. সি. সরকারের নাতনি।
 
এ বিষয়ে মুমতাজ বলেন, ‘আমাদের শুটিং শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য বন্ধ হয়ে যায়। সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকে আবারো শুটিং শুরু করব। নারীকেন্দ্রিক ক্রিকেটারের গল্প এটি। ক্রিকেট নিয়ে এই ধরনের সিনেমা এটিই প্রথম। ক‌্যারিয়ারে এ ধরনের চরত্রে আগে অভিনয় করিনি।’

চরিত্রটির জন‌্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন? এমন প্রশ্নের উত্তরে মুমতাজ বলেন, ‘জীবনে ক্রিকেট খেলিনি। ফলে শিখতে হয়েছে। মুম্বাইতেই প্রশিক্ষণ নিয়েছি। যা খুব সহজ ছিল না। আর বাস্তবে যে চরিত্রকে আমি পর্দার তুলে ধরব, সেখান থেকে রেফারেন্স নিয়ে নিজের মতো করে তৈরি হয়েছি।’

আরো পড়ুন:

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়