ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ত্রিভুজ সম্পর্কের গল্প বলবেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৪ জুন ২০২১   আপডেট: ১৭:২৪, ২৪ জুন ২০২১
ত্রিভুজ সম্পর্কের গল্প বলবেন শ্রাবন্তী

শ্রাবন্তী চ‌্যাটার্জি

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির চিত্রনাট‌্য পড়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রাবন্তী। এতে তিনজন মানুষের সম্পর্কের গল্প দেখাবেন পরিচালক লীনা গাঙ্গুলি ও শৈবাল ব‌্যানার্জি।

পরিচালক শৈবাল ব‌্যানার্জি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অতনু রায় চৌধুরী, লীনা গাঙ্গুলি, শৈবাল ব‌্যানার্জি ও শ্রাবন্তীকে। লীনা গাঙ্গুলি বলেন, ‘অক্টোবরে শুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও শুটিং করার পরিকল্পনা আছে। শ্রাবন্তীকে চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে। শ্রাবন্তী চ‌্যাটার্জি ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন দেব ও পাওলি দাম।’

বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেব-শ্রাবন্তী। সর্বশেষ ‘শুধু তোমারই জন‌্য’ সিনেমায় দেখা যায় এই জুটিকে। বিরতি ভেঙে আবারো একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।

আরো পড়ুন:

এর আগে লীনা, শৈবাল, অতনু জুটি নির্মাণ করেন ‘মাটি’ ও ‘সাঁঝবাতি’ সিনেমা। এ দুটো সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়