ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পবনের নায়িকা সামান্থা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২৫ জুন ২০২১   আপডেট: ০৮:৪৬, ২৫ জুন ২০২১
পবনের নায়িকা সামান্থা!

ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’ খ‌্যাত অভিনেতা পবন কল‌্যাণ। পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে এ ঘোষণা দেন নির্মাতা হরিষ। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করেন নির্মাতারা। এখন শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। সম্প্রতি পরিচালক হরিষ সাক্ষাৎ করেন সামান্থার সঙ্গে। এ সময় চিত্রনাট‌্য নিয়ে সামান্থার সঙ্গে আলোচনা করেন। চিত্রনাট‌্য পড়ার পর চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সামান্থা। যদিও এখনো চূড়ান্ত সম্মতি জানাননি এই অভিনেত্রী।

বাণিজ‌্যিক ঘরানার এ সিনেমার গল্পে সামাজিক বার্তাও থাকবে। সিনেমাটিতে পবনের চরিত্র ভিন্ন ঘরানার। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

আরো পড়ুন:

মিথরি মেকার্সের ব‌্যানারে নির্মিত হবে ‘পিএসপিকে২৮’। এ সিনেমার গান রচনা করবেন দেবী শ্রী প্রসাদ। চলতি বছরের শেষের দিকে কাস্ট ও ক্রুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। চলতি বছরই সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর এটি মুক্তির পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা।

পবন কল‌্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাকীল সাব’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ‌্যমে পর্দায় হাজির হলেন তিনি। মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে এটি। এছাড়াও তার হাতে আরো দুটি সিনেমার কাজ রয়েছে। 

অন‌্যদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখেন সামান্থা। গত ৩ জুন মুক্তি পায় এটি। বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত সামান্থা। এছাড়া ‘শকুন্তলাম’ সিনেমায় দেখা যাবে তাকে। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়