ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

শাহরুখের নায়িকা দক্ষিণের নয়নতারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ জুন ২০২১   আপডেট: ১৬:৪৯, ২৬ জুন ২০২১
শাহরুখের নায়িকা দক্ষিণের নয়নতারা

বলিউড কিং শাহরুখ খান। অন্যদিকে ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এবার জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা অ্যাটলির সিনেমায় অভিনয় করবেন শাহরুখ। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে নতুন করে গুঞ্জন, সিনেমাটিতে শাহরুখের নায়িকা চরিত্রে দেখা যাবে নয়নতারাকে।

এখন পর্যন্ত অ্যাটলির দুই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখের সিনেমাটির মাধ্যমে এই নির্মাতার সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করতে চলেছেন তিনি। ইতোমধ্যে চুক্তিও সম্পন্ন করেছেন। এখানেই শেষ নয়, কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা কিচা সুদীপকে সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে বলেও গুঞ্জন চাউর হয়েছে।

আরো পড়ুন:

২০১৯ সালে প্রথম শাহরুখের সঙ্গে সিনেমার আগ্রহ জানিয়েছিলেন অ্যাটলি। এরপর থেকেই বিভিন্ন সময় এ বিষয়ে গুঞ্জন শোনা গেছে। এক ভক্তের প্রশ্নের উত্তরে অ্যাটলি বলেছিলেন, ‘শাহরুখ স্যারের প্রতি আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। তিনিও আমার কাজ পছন্দ করেন। হয়তো খুব শিগগির একটা কিছু হবে।’

শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে এটি মুক্তি পায়। এতে আরো অভিনয় করেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। এরপর থেকে স্বেচ্ছ্বায় বিরতিতে ছিলেন শাহরুখ। সম্প্রতি পাঠান সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেতা।

অন্যদিকে, নয়নতারার সর্বশেষ সিনেমা ‘মোকুথি আম্মান’। এতে দেবীর চরিত্রে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষার তার ‘নেত্রীকান’। কোরিয়ান ভাষার ‘ব্লাইন্ড’ সিনেমার রিমেক এটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়