ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

প্রকাশ্যে মাহির প্রেম, বিরহ ও বিচ্ছেদ

প্রকাশিত: ১৭:০৯, ২৬ জুন ২০২১  
প্রকাশ্যে মাহির প্রেম, বিরহ ও বিচ্ছেদ

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদের ঘটনা আলোচিত হয়েছে। এর কিছুদিন পরেই তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এ সবই মাহির ব্যক্তিগত বিষয়। পুরনো বিষয় হলো, এই অভিনেত্রী ‘যাও পাখি বলো তারে' সিনেমায় অভিনয় করেছেন। নায়িকার প্রেম, বিরহ এবং বিচ্ছেদকে কেন্দ্র করে সিনেমার গল্প এগিয়ে গেছে। এবার প্রকাশিত হলো ‘যাও পাখি বলো তারে' সিনেমার পোস্টার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র ও আদর আজাদ।

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত সিনেমার পোস্টারে প্রধান চার চরিত্র মাহিয়া মাহি, আদর আজাদ, রাশেদ মামুন অপু ও শিপন মিত্রকে দেখা গিয়েছে। তাদের  চেহারায় বেদনার ছাপ। না পাওয়ার বেদনা তাদের মনে। প্রেম, বিরহ ও বিচ্ছেদের ছাপ রয়েছে পোস্টারজুড়ে।

মোস্তাফিজুর রহমান মানিক সিনেমা প্রসঙ্গে বলেন, ‘সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে সিনেমাটি নিমার্ণ করা হয়। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের সিনেমা নির্মাণ হয় না। চেষ্টা করছি সেটি করার।’

২০০৯ সালে ‘মনপুরা’ সিনেমাটি মুক্তি পায়। এতে ‘যাও পাখি বলো তারে’ গানটি জনপ্রিয় হয়। সেই গান থেকেই মোস্তাফিজুর রহমান মানিক এই সিনেমার নাম রেখেছেন। আগামী ঈদুল আযহার পর ভালো একটি সময় দেখে সিনেমাটি রিলিজ দেওয়া হবে বলে জানান মানিক।
 

ঢাকা/রাহাত সাইফুল


সর্বশেষ

পাঠকপ্রিয়