ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

খান ব্রাদার্সের নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৮ জুন ২০২১   আপডেট: ১২:১৯, ২৮ জুন ২০২১
খান ব্রাদার্সের নাচের ভিডিও ভাইরাল

বাহারি আলোকসজ্জায় সজ্জিত বাড়ি ও সামনের খোলা অংশ। একপাশে ছোট পরিসরে তৈরি করা হয়েছে মঞ্চ। তার এক পাশে বসে গানের তালে শরীর দোলাচ্ছেন আরবাজ খান।

এরপর ক‌্যামেরা আরবাজের পেছনে গিয়ে স্থির হয় সালমান খান ও সোহেল খানের কাছে। সেখানেও দেখা যায় গানের তালে নাচছেন দুই ভাই। আরবাজ দ্রুত উঠে গিয়ে তাদের সঙ্গে যোগ দেন। চলতে থাকে খান ব্রাদার্সের নাচ। সালমান খানের ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ‌্য দেখা যায়।

২০১৮ সালে ২৬ ডিসেম্বর এ ভিডিও সালমান খান তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। মূলত ক্রিসমাস অনুষ্ঠানে তিন ভাই এভাবে নেচেছিলেন। দীর্ঘ দিন পর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। এটি এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনরাও প্রিয় তারকার এমন আনন্দময় দৃশ‌্য দেখে উচ্ছ্বসিত।

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালের এই ক্রিসমাস পার্টিতে শোবিজ অঙ্গনের অনেক তারকাই উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন—করন জোহর, শাহরুখ খান ও তার পুত্র আব্রাম খান, ক‌্যাটরিনা কাইফ, তুষার কাপুর, অমৃতা আরোরাসহ অনেকে।

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। গত ১৩ মে মুক্তি পায় এটি। তবে দর্শকমহলে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’, ‘কিক টু’, ‘ভাইজান’, ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়