ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘ক‌্যাট লেডি’ শাহরুখকন‌্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ জুন ২০২১   আপডেট: ১৩:৪৭, ২৮ জুন ২০২১
‘ক‌্যাট লেডি’ শাহরুখকন‌্যা

বলিউডের তারকা সন্তানেরা বছর জুড়েই থাকেন আলোচনায়। সোশ‌্যাল মিডিয়ায় তারা দারুণ সরব। এই মাধ‌্যমে নিত‌্যদিনের কর্মকাণ্ড ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। অন‌্য তারকা সন্তানদের মতো শাহরুখ কন‌্যা সুহানা খানও নিজের আপডেট শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে।

রোববার (২৭ জুন) সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—বেইজ রঙের টপের সঙ্গে ধূসর রঙের প্যান্ট পরেছেন সুহানা। মাথায় নীল রঙের টুপি। তার কোলে ছোট্ট বিড়ালছানা। আর ক্যাপশনে নিজেকে ‘ক্যাট লেডি’ বলে উল্লেখ করেছেন।

সুহানার এ ছবিতে ভালোবাসা প্রকাশ করেছেন তার বেস্ট ফ্রেন্ড অনন্যা, শানায়া কাপুর, অমিতাভ বচ্চনের নাতনি নব‌্য নাভেলি নন্দা, রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানিসহ অনেকে।

আরো পড়ুন:

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। বর্তমানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সিনেমা নির্মাণ বিষয়ে পড়ালেখা করছেন সুহানা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়