ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কেন হয়েছিল সিদ্ধার্থ-সামান্থার ব্রেকআপ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৩০ জুন ২০২১   আপডেট: ১৩:৪৮, ৩০ জুন ২০২১
কেন হয়েছিল সিদ্ধার্থ-সামান্থার ব্রেকআপ?

তামিল সিনেমার ‘চকলেট বয়’ সিদ্ধার্থ। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সামান্থা ‍আক্কিনেনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি।

২০০৩ সালে ছোটবেলার বন্ধু মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু ২০০৭ সালেই তাদের ডিভোর্স হয়। এরপর অভিনেত্রী সোহা আলী খান, শ্রুতি হাসানের সঙ্গে সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যায়।

শ্রুতির সঙ্গে ব্রেকআপের দুই বছর পর সামান্থার সঙ্গে সিদ্ধার্থর প্রেমের সম্পর্ক শুরু। তেলেগু ভাষার ‘জবরদস্ত’ সিনেমার সেটে তাদের পরিচয় হয়। প্রায় আড়াই বছর চুটিয়ে প্রেম করছেন তারা। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচের পারফরম্যান্সের পর সেটি সামান্থাকে উৎসর্গ করেছিলেন। এই জুটি বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তাদের মনোমালিন্য শুরু হয়। সম্পর্কেও চিড় ধরে।

আরো পড়ুন:

সিদ্ধার্থ ও সামান্থা আক্কিনেনি

জানা যায়, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের বিষয়ে সামান্থাকে সতর্ক করেন তার বন্ধু। এছাড়া কন্নড় সিনেমার অভিনেত্রী দীপা সানিধীর সঙ্গে এই অভিনেতার সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন সামান্থা।

দীপার সঙ্গে ‘এনাকুল ওরুবাম’ সিনেমায় অভিনয় করেন সিদ্ধার্থ। একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেন, ‘সিদ্ধার্থ ও দীপা অনেক সময় ধরে ঘোরাঘুরি করতেন। এনাকুল ওরুবাম সিনেমায় এই অভিনেত্রীকে নেওয়ার পেছনেও তার অবদান রয়েছে। তাদের ঘনিষ্ঠতার কারণেই সামান্থার সঙ্গে মনোমালিন্য হয়।’

সামান্থার এক বন্ধু বলেন, ‘সুদর্শন সিদ্ধার্থ সবসময় আকর্ষণীয় মেয়েদের প্রতি নজর রাখতেন। তার এই আচরণ সামান্থাকে অনেক কষ্ট দিতো।’ অন্যদিকে, গুঞ্জন শোনা যায়, সামান্থার বন্ধুসুলভ আচরণ ও গ্ল্যামার পোশাক পছন্দ করতেন না সিদ্ধার্থ। সবকিছু মিলিয়ে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়।

বিয়ের আসরে নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি

এদিকে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অভিনেতা নাগা চৈতন্যের প্রেমে পড়েন সামান্থা। ২০১৭ সালের ৭ অক্টোবর এই জুটির বিয়ে হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়