ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

বিলাসবহুল নতুন গাড়ি কিনলেন পবন কল‌্যাণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২ জুলাই ২০২১   আপডেট: ১৫:৪৬, ২ জুলাই ২০২১
বিলাসবহুল নতুন গাড়ি কিনলেন পবন কল‌্যাণ

ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’ খ‌্যাত অভিনেতা পবন কল‌্যাণ। তার আরেক পরিচয় তিনি জন সেনা দলের প্রধান। স্বাভাবিকভাবেই তার ভক্তের সংখ্যা মোটেও কম নয়। পবন কল‌্যাণের গাড়ি প্রীতির খবর তার ভক্তদেরও অজানা নয়। এবার বিলাসবহুল একটি গাড়ি কিনলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ‌্যম টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গাব্বার সিং’ খ‌্যাত অভিনেতা পবন কল‌্যাণ রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মডেলের একটি গাড়ি কিনেছেন। যার মূল‌্য ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৫৫ লাখ ১৬ হাজার ৩৮৬ টাকা)। খুব শিগগির কালো রঙের গাড়িটি বাড়ি নিয়ে আসবেন তিনি।

পবন কল‌্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাকীল সাব’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ‌্যমে পর্দায় হাজির হলেন তিনি। মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে এটি।

আরো পড়ুন:

পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। তা ছাড়াও তার হাতে আরো দুটি সিনেমার কাজ রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়