ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

আমিরের ডিভোর্স নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৭:১০, ৪ জুলাই ২০২১
আমিরের ডিভোর্স নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

বলিউড সুপারস্টার আমির খান। নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই অভিনেতা। শনিবার (৩ জুলাই) এ বিষয়ে যৌথ এক বিবৃতিও দিয়েছেন আমির ও কিরণ।

এদিকে আমির ও কিরণ রাওয়ের ডিভোর্স নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘আমি ডিভোর্সের বিরুদ্ধে নই। আমার মতে, যারা সুখী নন তাদের ডিভোর্স নেওয়া উচিত। কিন্তু যখন সুখী দম্পতিরা ডিভোর্সের ঘোষণা দেন তখন হতাশ হতে হয়, এর মানে তারা সুখী ছিলেন না। তারা শুধু সুখী থাকার ভান করতেন। তাই কে সুখে থাকার ভান করছেন আর কে করছেন না এটি বোঝা কঠিন। আমি মনে করেছিলাম আমির ও কিরণ একসঙ্গে সুখে ছিলেন।’

‘লগান’ সিনেমার সেটে আমির ও কিরণ রাওয়ের পরিচয়। এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। পরবর্তী সময়ে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে এই অভিনেতার ডিভোর্স হলে কিরণের সঙ্গে বন্ধুত্ব হয়। এরপর প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। আমির-কিরণের একমাত্র সন্তান আজাদ রাও খান। ডিভোর্স হলেও সন্তানের দেখাশোনার দায়িত্ব দু’জনই নিবেন বলেন জানিয়েছেন তারা।

আরো পড়ুন:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়