ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

আমিরজি আমি এখনো কুমারী: রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৪ জুলাই ২০২১   আপডেট: ০৮:৩৯, ৫ জুলাই ২০২১
আমিরজি আমি এখনো কুমারী: রাখি সাওয়ান্ত

বলিউডের আলোচিত দম্পতি অভিনেতা আমির খান ও নির্মাতা কিরণ রাও। শনিবার (৩ জুলাই) ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তকে এ বিষয়ে প্রশ্ন করেন ফটো সাংবাদিকরা। খবরটি শুনে প্রথমে খুবই বিস্মিত হন তিনি। এই অভিনেত্রী জানান, কারও বিচ্ছেদের খবর শুনলে তিনি খুব দুঃখ পান। পরবর্তী সময়ে মজা করে বলেন, ‘আমিরজি আমি এখনো কুমারী, আমার বিষয়ে কী ভাবছেন!’

ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আমার বিয়েই হচ্ছে না আর মানুষের বিচ্ছেদ হচ্ছে। কেউ আমার জন্য পাত্র খুঁজে আনুন।’

আরো পড়ুন:

রাখি জানান, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ের পর আমিরের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। এতে ‘দঙ্গল’ অভিনেতাকে জানিয়েছিলেন, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হওয়ায় তিনি খুশি হননি। বলিউডের এই ‘কন্ট্রোভার্সি কুইন’ বলেন, ‘মনে হয় আমিরজি আমার সেই কথা খুব গুরুত্ব সহকারে নিয়েছেন।’

আশুতোষ গোয়ারিকড় পরিচালিত সাড়া জাগানো ‘লগান’ সিনেমার সেটে আমির ও কিরণের পরিচয়। পরবর্তী সময়ে প্রেম ও বিয়ে হয় তাদের। শনিবার এক যৌথ বিবৃতিতে আমির ও কিরণ রাও লিখেছেন, ‘একসঙ্গে চমৎকার এই ১৫ বছরে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আনন্দ, হাসি এবং বিশ্বাস, সম্মান ও ভালোবাসার মাধ্যমে আমাদের সম্পর্ক এগিয়েছে। এখন আমরা জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে চাই— স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে।’

এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন বলে জানান। এমনকি সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়