রণবীর-আলিয়াকে নিয়ে ফিরছেন জয়া-করন জোহর
দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন নির্মাতা করন জোহর। নাম ঠিক না হওয়া রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও আলিয়া ভাট। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর পর্দায় ফিরছেন জয়া বচ্চন। তাও এক যুগের বেশি সময় পর হিন্দি ভাষার কোনো চলচ্চিত্রের বড় কোনো চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির চিত্রনাট্য শোনার সঙ্গে সঙ্গে কাজ করতে রাজি হয়ে যান জয়া। চরিত্রটি তার খুবই পছন্দ হয়েছে। পারিবারিক আবেগ ও প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি।’
করন জোহর লাইট কিছু উপহার দেওয়ার কথা ভাবছেন। এজন্য রণবীর সিং ও আলিয়া ভাটকে বেছে নিয়েছেন। তাদের দুজনের চরিত্রকে কেন্দ্র করে এ সিনেমার নামকরণ হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
ঢাকা/শান্ত