ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দিলীপ কুমারের মৃত্যুতে বলিউড তারকাদের শোক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৭ জুলাই ২০২১   আপডেট: ১২:০৬, ৭ জুলাই ২০২১
দিলীপ কুমারের মৃত্যুতে বলিউড তারকাদের শোক

বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যুবরণ করেছেন।

কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার জন্য শোক প্রকাশ করছেন ভক্ত ও সহকর্মীরা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বিগ বি’ অমিতাভ বচ্চন লিখেছেন, ‘একটি ইনস্টিটিউশন চলে গেলো। যখনই ভারতীয় সিনেমার বিষয়ে লেখা হবে, এটি দিলীপ কুমারের আগে ও দিলীপ কুমারের পরে। তার আত্মার শান্তির জন্য দোয়া এবং এই ক্ষতি সহ্য করার জন্য পরিবারের শক্তি কামনা করছি। খুবই কষ্ট পেলাম।’

আরো পড়ুন:

অক্ষয় কুমার টুইট করেছেন, ‘বিশ্বের সবার কাছে হয়তো অনেকেই হিরো। কিন্তু আমাদের মতো অভিনেতাদের কাছে তিনি হিরো। দিলীপ কুমার স্যার ভারতীয় সিনেমার একটি যুগ তার সঙ্গে নিয়ে গেলেন। তার পরিবারের জন্য প্রার্থনা রইলো। ওম শান্তি।’

সানি দেওল টুইটারে লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি ঘটলো। দিলীপ কুমার সাহেব আপনি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।’

অজয় দেবগন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এই কিংবদন্তির সঙ্গে অনেক সময় কাটিয়েছি, কিছু খুবই ব্যক্তিগত আর কিছু মঞ্চে। তবুও তার মৃত্যু মেনে নিতে পারছি না। একটি ইনস্টিটিউশন, একজন কালজয়ী অভিনেতা। খুবই শোকাহত। সায়রাজির জন্য সমবেদনা।’

মনোজ বাজপেয়ী টুইটে লিখেছেন, ‘আপনার মতো কেউ নেই। আপনার যাত্রা শুভ হোক মাস্টার। আপনার আত্মা শান্তি পাক।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়