ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দিলীপ কুমারের মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৭ জুলাই ২০২১   আপডেট: ১৩:১৮, ৭ জুলাই ২০২১
দিলীপ কুমারের মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক

বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যুবরণ করেছেন। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও সোশ‌্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। লেখার শুরুতে তিনি লিখেছেন, ‘বহু বছর আগের কথা, আমার বাবা চাইতেন আমি যেন চলচ্চিত্রের হিরো হই। বাবা অনেকের কাছে আমাকে নিয়েও গেছেন। কারণ একটাই অসম্ভব চলচ্চিত্রপ্রেম। দিলীপ কুমার বাবার স্বপ্নের নায়ক ছিলেন। বহু সিনেমা দেখার পর আমারও স্বপ্নের নায়ক হয়ে যান তিনি।’

দিলীপ কুমারের সঙ্গে দেখা করেছিলেন ওমর সানী। সেই স্মৃতিচারণ করে এই চিত্রনায়ক লিখেন, ‘উনি বাংলাদেশে আসলেন, আমি মৌসুমী আমার শ্বশুর উনার সঙ্গে দেখা করার জন্য পাঁচতারা হোটেলে যাব; তখন আমার বাবা বললেন, আমাকেও নিয়ে যাও। সেদিন তার সঙ্গে আমার দেখা, উনি আমার সঙ্গে হাত মেলানোর সময় একটি শব্দ বলেছিলেন, যা আজও কানে বাজে। প্রশংসা শেষ হবার নয়, অঝোরে চোখের পানি পড়ছে। আল্লাহর কাছে বলার চেষ্টা করছি, আল্লাহ ইউসুফ খান দিলীপ কুমার স্যারকে জান্নাত নসিব করুন। এই উপ মহাদেশের সমস্ত শিল্পীদের ও আমাদের আপনি একটা ডিকশনারি।’

আরো পড়ুন:

জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস দিলীপ কুমারের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শিল্পী, হ্যাঁ ওনারাই শিল্পী। ওনাদের কোনো ফ্যান ক্লাবের প্রয়োজন হয় না। প্রণাম অভিনেতা।’ অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদায় হে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বিনম্র শ্রদ্ধা।’ অভিনেতা শতাব্দী ওয়াদুদ দিলীপ কুমারের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘বিদায় হে কিংবদন্তি দিলীপ কুমার (মোহাম্মদ ইউসুফ খান)। ওপারে ভালো থাকবেন!’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লিখেছেন, ‘একজন পারফর্মরা, একটি অনুপ্রেরণা, একজন কালজয়ী অভিনেতা, তাকে নিজের চোখ দিয়ে দেখা এবং তার সামনে অভিনয় করার সৌভাগ্য হয়েছিল। শান্তিতে ঘুমান কিংবদন্তি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’ জাকিয়া বারী মম লিখেছেন, ‘রেসপেক্ট’। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোক প্রকাশ করে লিখেন, ‘লিজেন্ড, শান্তিতে ঘুমান।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়