ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দিলীপ কুমারের সঙ্গে ‘তিন দিনের স্মৃতি’ বললেন আলমগীর

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৭ জুলাই ২০২১   আপডেট: ১৭:৩৮, ৭ জুলাই ২০২১
দিলীপ কুমারের সঙ্গে ‘তিন দিনের স্মৃতি’ বললেন আলমগীর

তাকে বলা হতো হিন্দি সিনেমার ‘প্রথম সুপারস্টার’। যে কোনো চরিত্র সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় পর্দায় উপস্থাপন করে দর্শকের কাছে আরো বেশি গ্রহণযোগ করে তোলার আশ্চর্য দক্ষতা ছিল তার। বলিউডের সেই ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার আজ না-ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ঢালিউড তারকারাও।

চিত্রনায়ক আলমগীর দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দিলীপ কুমারের চলে যাওয়াটা দুঃখজনক। ওয়ার্ল্ড অ্যাক্টিং প্যাটার্নিটির জনক বলা হয় তাকে। অ্যাক্টিংয়ের একটি ফর্ম হলো মেথড অ্যাক্টিং। হলিউডের মার্লোন ব্রান্ডোও মেথড অ্যাক্টিং করতেন। তার শুরু ১৯৫০ সালে। কিন্তু দিলীপ কুমারের শুরুটা হয় ১৯৪৪ সালে। যে কারণে আমি মনে করি, এর জনক দিলীপ কুমার। তার সঙ্গে জীবনের তিনটি দিন ক্লোজলি কাটিয়েছি। অনেক কিছু শিখিয়েছেন তিনি।’ 

ঢাকায় দিলীপ কুমার

‘স্মৃতিগুলো আজ চোখের সামনে বারবার ফিরে ফিরে আসছে’ জানিয়ে আলমগীর বলেন, ‘কিন্তু কিছুই আজ এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। কারণ সেই তিনদিন ছিল আমার কাছে তিন যুগের সমান।’

১৯৯৫ সালে ঢাকা এসেছিলেন দিলীপ কুমার। অংশ নেন একাধিক অনুষ্ঠানে। তাকে তখন সংবর্ধনা জানানো হয় এফডিসিতে। সে সময় দিলীপ কুমারকে এক নজর দেখতে হাজার মানুষের ঢল নামে। এফডিসির ২ নম্বর ফ্লোরে সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম, আলমগীর, উজ্জ্বল থেকে চলচ্চিত্রের নামকরা সব শিল্পী কলাকুশলীরা। তখনকার নবীন জুটি শাবনাজ-নাঈমসহ অনেকেই পেয়েছিলেন কিংবদন্তি এই অভিনেতার সান্নিধ্য।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। সেখানেই মারা যান তিনি। 

ঢাকা/তারা


সর্বশেষ

পাঠকপ্রিয়