ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

কানে বাঁধনের গর্বের কান্না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৭ জুলাই ২০২১   আপডেট: ১৩:৪৩, ৯ জুলাই ২০২১
কানে বাঁধনের গর্বের কান্না

কান চলচ্চিত্র উৎসবে বুধবার (৭ জুলাই) বেলা সোয়া ৩টায় প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি। এ আসরে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত চলচ্চিত্রটি ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এ সময় আপ্লুত হয়ে পড়েন চলচ্চিত্রটির প্রধান চরিত্র রূপায়নকারী আজমেরী হক বাঁধন।

প‌্যারিস থেকে এ অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রটি দেখার পর উপস্থিত সবার যে প্রতিক্রিয়া ছিল, জানি না তা কেউ দৃশ‌্যধারণ করেছেন কিনা। সবাই যে সম্মান দিয়েছে, জানি সেটা পাওয়ার যোগ‌্য অন্তত আমি না। এই প্রাপ্তির সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিচালক ও টিমের। টিমের অন‌্য সব সদস‌্যকে সত‌্যি ভীষণ মিস করছি। কারণ এই কাজটি একার না, সবার কষ্টের ফল এটি।’

চলচ্চিত্রটির প্রদর্শনী শেষে প্রাণ খুলে হেসেছেন বাঁধন। কারণ ব‌্যাখ‌্যা করে এই অভিনেত্রী বলেন—‘বিগত দিনগুলো প্রচন্ড মানসিক চাপের মধ‌্যে ছিলাম। এজন‌্য অনেক কিছু শেয়ার করতে চেয়েও পারিনি। কারণ অনেক ভয় কাজ করছিল। আবার উচ্ছ্বসিতও ছিলাম। জানি না আপনারা দূর থেকে তা বুঝতে পারছেন কিনা। তা ছাড়া কোভিডের সমস‌্যা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। গতকালও (৬ জুলাই) কোভিড-১৯ পরীক্ষা করাতে হয়েছে। যদি আমাদের টিমের কারো পজিটিভ আসতো ঠিক জানি না আমাদের কী হতো! সব মিলিয়ে খুবই চাপের মধ‌্যে সময় কেটেছে!’

আরো পড়ুন:

১৯ বছর পর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা। কানের অফিসিয়াল সিলেকশনে ‘আ সারটেইন রিগার্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে সাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ১৬ জুলাই পুরস্কার প্রধান অনুষ্ঠান। এদিন প্রাপ্তির ঝুলিতে জমা হতে পারে আরো নতুন কিছু।

প্রত‌্যাশা ব‌্যক্ত করে আজমেরী হক বাঁধন বলেন—‘অল্প পেতে পেতে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায়। আমরা হয়তো সেই জায়গায় চলে এসেছি। ১৬ জুলাই পুরস্কার প্রদান হবে। আশা করছি, হয়তো আরো ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারি।’

চলচ্চিত্রটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করেছেন—সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়