ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সোনুকে পিটুনি খেতে দেখে খুদে ভক্তের কাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৪ জুলাই ২০২১   আপডেট: ১৯:৩২, ১৪ জুলাই ২০২১
সোনুকে পিটুনি খেতে দেখে খুদে ভক্তের কাণ্ড

বলিউড অভিনেতা সোনু সুদ। রুপালি পর্দায় খল চরিত্রে বেশি অভিনয় করেন। কিন্তু করোনা মহামারির এই সময়ে বাস্তবে তিনি হয়ে উঠেছেন হিরো।

গত বছর করোনার কারণে ভারতে লকডাউন শুরু হলে দুস্থ মানুষের পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ। এরপর থেকে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। কোভিড-১৯ মোকাবিলায় কাজ করছেন।

এদিকে সম্প্রতি সোনু সুদের জন্য টিভি ভেঙেছে তার এক খুদে ভক্ত। সিনেমার মধ্যে নায়কের হাতে সোনুর পিটুনি খাওয়া মেনে নিতে পারেনি ৭ বছর বয়সী এই বালক। রাগে টিভি ভেঙেছেন। তার মতে, যে মানুষটি এতো ভালো কাজ করেন তাকে কেন পিটুনি খেতে হবে!

আরো পড়ুন:

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। খবরটি কানে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু। মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আরে টিভি ভেঙে ফেলো না! তার বাবা এখন আমার কাছে নতুন একটি কিনে চাইবে।’

‘কিষাণ’ নামে একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন সোনু সুদ। এছাড়া চিরঞ্জীবী অভিনীত তেলেগু ভাষার ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে তাকে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘পৃথ্বীরাজ’ সিনেমাটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়