‘জখম’ দিয়ে জুটি বাঁধলেন জায়েদ-অপু
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অপু বিশ্বাস এবং জায়েদ খান দুজনই চলচ্চিত্রে পরিচিত মুখ। দীর্ঘদিন কাজ করছেন। কিন্তু তাদের একসঙ্গে সিনেমায় দেখা যায়নি। এবার একসঙ্গে জুটি বেঁধেছেন দুজন।
সেলিম খানের প্রযোজনায় শাপলা মিডিয়ার ব্যানারে ‘জখম’ সিনেমায় জায়েদ-অপুকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব রানা। সিনেমায় বাড়তি চমক কলকাতার ঋতুপর্ণা সেন। তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে পরিচালক সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘জখম’ সিনেমার মহরত ঘোষণা হয়। এ সময় শাপলা মিডিয়ার ‘সিনেবাজ’ অ্যাপেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন ড্যানি সিডাক, পরিচালক সোহানুর রহমান সোহান, অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, জায়েদ খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, শান্ত খান, দীঘিসহ অনেকে।
অপূর্ব রানা জানান, ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা কমলেই এই সিনেমার শুটিং শুরু হবে। এতে জায়েদ খানকে তিনটি লুকে দেখা যাবে। থ্রিলার অ্যাকশ্যান ধাঁচের সিনেমা হবে এটি।
ঢাকা/রাহাত সাইফুল