ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মাঝরাতে মিকার গাড়ি নষ্ট, এগিয়ে এলেন শতাধিক মানুষ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৯ জুলাই ২০২১   আপডেট: ১২:৫৬, ১৯ জুলাই ২০২১
মাঝরাতে মিকার গাড়ি নষ্ট, এগিয়ে এলেন শতাধিক মানুষ (ভিডিও)

মুষলধারে বৃষ্টি পড়ছে। রাস্তায় থেমে আছে সাদা রঙের একটি গাড়ি। গাড়ির চারপাশে অনেক মানুষ। ড্রাইভিং সিটে বসে আছেন সংগীতশিল্পী মিকা সিং। তার পাশের সিটে অভিনেত্রী আকাঙ্খা পুরী। একদিকে বৃষ্টি অন‌্যদিকে রাতের মুম্বাইয়ের পিচঢালা পথে এত মানুষ ঘিরে রেখেছে গাড়িটি! সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ‌্য দেখা যায়।

পুরো ভিডিও দেখে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। রাত ৩টার দিকে ফেরার পথে মিকা সিংয়ের গাড়িটি খারাপ হয়ে যায়। এরপর শতাধিক মানুষ তাকে সাহায‌্য করার জন‌্য এগিয়ে আসেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিকা সিং বলেন—‘কম করে হলেও ২০০ মানুষ আমাকে সাহায‌্য করার জন‌্য এসেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।’

গুঞ্জন রয়েছে, আকাঙ্খা পুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মিকা সিং। এরই মধ‌্যে বাগদান সেরেছেন বলেও জানা গেছে। আকাঙ্খা এক সাক্ষাৎকারে বলেছিলেন—‘আমরা ১২ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চিনি। মিকা আমার পরিবারের মতোই। যেকোনো প্রয়োজনে মিকা পাশে থাকে। আমাদের বন্ধুত্ব খুব স্ট্রং।’

আরো পড়ুন:

আপনারা প্রেম করছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে আকাঙ্খা পুরী বলেছিলেন, ‘আমরা প্রেম করছি না, প্রেম করার কোনো পরিকল্পনাও নেই।’

ভিডিও দেখতে ক্লিক করুন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়