ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার 

বিনোদন ডেস্ক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২০ জুলাই ২০২১  
শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার 

পর্ন ভিডিও তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের দাবি, রাজ কুন্দ্রা পর্ন ভিডিও বানিয়ে তিনি বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে।

আরো পড়ুন:

এর আগে এই মামলায় উমেশ কামাত নামের এক ব‌্যক্তিসহ নয় জনকে গ্রেপ্তার  করা হয়। জিজ্ঞাসাবাদে উমেশ কামাত জানিয়েছিলেন, তিনি রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানে কাজ করতেন।  

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, গ্রেপ্তারের আগে অর্থপাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগেও তাকে তলব করা হয়।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়