ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পার স্বামীর পাশে মিকা সিং

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২১ জুলাই ২০২১  
শিল্পার স্বামীর পাশে মিকা সিং

পর্নো তৈরি করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলো প্রকাশের অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সোমবার (১৯ জুলাই) তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তবে তার পাশে দাঁড়িয়েছেন বলিউড প্লেব্যাক গায়ক মিকা সিং।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজের আর্মস প্রাইম প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকানাধীন ‘হটশটস’ অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি কনটেন্ট প্রচার করা হতো। মিকার দাবি, যে অ্যাপে রাজ প্রযোজিত পর্নোগ্রাফি দেখা যেতো তা দেখেছেন তিনি।

এই গায়ক বলেন, ‘রাজ কুন্দ্রার কী হয় তা দেখার জন্য অপেক্ষা করছি। তবে ভালো কিছুই হবে। তার অ্যাপের বিষয়ে বেশি কিছু জানি না, তবে দেখেছি, আমার তো সাধারণই লেগেছিল। সেই অ্যাপে তেমন কিছুই ছিল না।’

আরো পড়ুন:

মিকা মনে করেন, রাজ ভালো মানুষ। তবে বিচারের ভার আদালতের ওপরই রেখেছেন তিনি। কোনটা ঠিক ও ভুল আদালতই ঠিক করবেন বলে জানান তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়