ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পার স্বামীর বিরুদ্ধে পুনমের যত অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২২ জুলাই ২০২১   আপডেট: ১৭:১৯, ২২ জুলাই ২০২১
শিল্পার স্বামীর বিরুদ্ধে পুনমের যত অভিযোগ

পর্নোগ্রাফি তৈরি ও সেগুলো বিভিন্ন অ্যাপে প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তার আরেক পরিচয় তিনি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগকারীদের একজন বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। এমনকি পুলিশের কাছে জবানবন্দিতে তিনি জানিয়েছেন, রাজের হাত ধরেই অ্যাডাল্ট সিনেমার ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এছাড়া এর আগে শিল্পার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে বম্বে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুনম।

তিনি বলেন, ‘আমাকে জোর করে এবং ভয় দেখিয়ে চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছে, যেখানো লেখা ছিল— আমাকে তাদের ইচ্ছা মতো শুটিং, পোজ ও লুক দিতে হবে। যখন তাদের কথা মতো কাজ করিনি এবং চুক্তি ভঙ্গ করতে চেয়েছি, তারা আমার মোবাইল নম্বর অ্যাপে ফাঁস করে দিয়েছে। পাশাপাশি লিখেছে— আমাকে কল করুন, আপনার জন্য নগ্ন হবো।’

আরো পড়ুন:

পুনম বলেন, ‘আমার এখনো মনে আছে, এরপর বিভিন্ন নম্বর থেকে অসময়ে হাজার হাজার কল পেতে শুরু করে। আমাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেওয়া হতো। সবাই আমাকে পর্নোগ্রাফিক ভিডিও এবং ছবি পাঠাতে শুরু করে। খারাপ কিছু হতে পারে সেই ভয়ে বাড়ি ছেড়েছিলাম। অনেক ভয় পেয়েছিলাম।’

এই অভিনেত্রীর ভাষায়, ‘আমার আইনজীবীর নিষেধ সত্ত্বেও এই বিবৃতি দিলাম। যদি রাজ কুন্দ্রা আমার মতো পরিচিত মানুষের সঙ্গে এমন করতে পারে তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী করতে পারে একবার ভাবুন। কবে এবং কখন এগুলো বন্ধ হবে? এর বিচার সত্যিই কঠিন। আমি সকলকে, বিশেষ করে সেই সকল নারীদের অনুরোধ করব— যদি এরকম সমস্যার সম্মুখীন হন দয়া করে সোচ্চার হোন।’

গত সোমবার (১৯ জুলাই) রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। ২৩ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়