ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার স্বামী, মুখ খুললেন শিল্পা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৩ জুলাই ২০২১   আপডেট: ০২:৪২, ২৪ জুলাই ২০২১
পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার স্বামী, মুখ খুললেন শিল্পা

পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এরপর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে সরাসরি কোনো বক্তব‌্য দেননি তিনি। কিন্তু নিজের মানসিক অবস্থার একটি ব‌্যাখ‌্যা মিলেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে শিল্পা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বইয়ের একটি পাতার ছবি তুলে পোস্ট দিয়েছেন। এটি মূলত জেমস থার্বারের একটি উক্তি। যার অর্থ—‘রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।’

এতে উক্তিটির ব‌্যাখ‌্যাও করা হয়েছে। যাতে দেখা—‘কেউ আমাদের দুঃখ দিলে তার প্রতি রাগ পোষণ করি। আমরা হতাশা বোধ করি এবং ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু বর্তমান নিয়ে আমাদের বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারেনি।’

আরো পড়ুন:

রাজ কুন্দ্রা পর্নো ভিডিও বানিয়ে বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্নো ভিডিও তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়