ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সালমানের যে সিনেমা পরিচালনা করতে রাজি হননি রাজামৌলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ জুলাই ২০২১   আপডেট: ১৮:০৮, ২৪ জুলাই ২০২১
সালমানের যে সিনেমা পরিচালনা করতে রাজি হননি রাজামৌলি

বলিউড সুপারস্টার সালমান খান। তার অভিনয় ক্যারিয়ারে অন্যতম ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। প্রায় এক হাজার কোটি ‍রুপি আয় করেছে সিনেমাটি।

‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি লিখেছেন কে. ভি. বিজেয়ন্দ্র প্রসাদ। তার আরেক পরিচয় তিনি ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলির বাবা।

এক সাক্ষাৎকারে বিজয়েন্দ্র প্রসাদ জানান, শুরুতে ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার গল্প ছেলেকেই শুনিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমাটি নিয়ে কোনো আগ্রহ দেখাননি রাজামৌলি। পরে এটি পরিচালনা করেন বলিউড পরিচালক কবির খান।

আরো পড়ুন:

বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘আমি ভুল সময়ে রাজামৌলিকে গল্পটি শুনিয়েছিলাম। সে যখন যুদ্ধের দৃশ্য শুটিং করছিল, তখন তার কাছে গল্পটি বর্ণনা করি। কিন্তু তার সকল মনোযোগ ওই দৃশ্যের প্রতি ছিল। সঠিক সময়ে তাকে এটি শোনানো উচিত ছিল।’

বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছেন, ‘বাজরাঙ্গি ভাইজান-টু’ সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। সুন্দর গল্প দাঁড় করাতে পারলে এটি তৈরি হবে। এ বিষয়ে তার মাথায় একটি আইডিয়াও রয়েছে, যা তিনি সালমানকে শুনিয়েছেন এবং এই অভিনেতা সেটি পছন্দও করেছেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়