ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পার স্বামীর অফিসে গোপন আলমারি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৫ জুলাই ২০২১   আপডেট: ১১:২৫, ২৫ জুলাই ২০২১
শিল্পার স্বামীর অফিসে গোপন আলমারি!

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার অফিসে গোপন আলমারি পেয়েছে মুম্বাই পুলিশ।

জিনিউজ ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ কুন্দ্রার অন্ধেরির অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। রাজের ঘনিষ্ঠদের জেরা করে এই বিষয়ে জানতে পারেন তারা। আলামারিতে বেশ কিছু নথি পাওয়া গেছে। এগুলো থেকে ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত তথ্যও পেয়েছে ক্রাইম ব্রাঞ্চ।

এর আগে ১৯ জুলাই রাজ কুন্দ্রার এই অফিসে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু সেই সময় গোপন আলমারির খোঁজ পাননি তদন্তকারীরা।

আরো পড়ুন:

এদিকে রাজের গ্রেপ্তারের পর তার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’র পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিল্পা। এরপর থেকে এই অভিনেত্রীর ব্যাপারেও সন্দেহ পোষণ করে পুলিশ। জানা গেছে, ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে পর্নো ভিডিও তৈরি ও প্রকাশের কাজ করা হতো। শিল্পা এটি থেকে কোনো লভ্যাংশ পেতেন কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার (২৩ জুলাই) তার জবানবন্দি নিয়েছে পুলিশ। জবানবন্দিতে শিল্পা জানান, ইরোটিকা ও পর্নো এক নয়, তার স্বামী নির্দোষ।

গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পর্নোগ্রাফি তৈরি ও সেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২৭ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়