ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

আল্লুর সিনেমায় কোমর দোলাবেন সানি লিওন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৫ জুলাই ২০২১   আপডেট: ১২:৩৮, ২৫ জুলাই ২০২১
আল্লুর সিনেমায় কোমর দোলাবেন সানি লিওন

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আইটেম গানে কোমর দোলাবেন বলিউড সেনসেশন সানি লিওন।

এর আগে শোনা গিয়েছিল, এই গানে দিশা পাটানি ও নোরা ফাতেহির মধ্যে একজনকে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত নির্মাতা সানিকেই বেছে নিয়েছেন বলে জানা গেছে।

‘পুষ্পা’ পরিচালনা করছেন সুকুমার। গানটির জন্য সানি লিওনকে প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। এতে নাচের জন্য ৫০ লাখ রুপি নিচ্ছেন ‘রাগিনি এমএমএস’ অভিনেত্রী।

আরো পড়ুন:

‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমাটি দুই ভাগে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। আগামী ১৩ আগস্ট প্রথম অংশ মুক্তির কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে তারিখ পেছাতে পারে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়