ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

স্বামীর ওপর ভীষণ চটেছেন শিল্পা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৭ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৪, ২৭ জুলাই ২০২১
স্বামীর ওপর ভীষণ চটেছেন শিল্পা!

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। বিষয়টি নিয়ে বলিপাড়ায় চলছে জোর চর্চা।

এদিকে স্বামীর এই কাণ্ডে ভীষণ চটেছেন শিল্পা। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের পর শিল্পা ভেঙে পড়েন। স্বামীর সঙ্গে তার ঝগড়াও হয়েছে। চিৎকার করে তিনি স্বামীকে প্রশ্ন করেন— পর্নোগ্রাফি করার কী দরকার ছিল? কেন এই সব কাজে নিজেকে জড়িয়েছেন?

এছাড়া পুলিশের কাছে শিল্পা দাবি করেন, তিনি অ্যাপটির ব্যাপারে কিছুই জানেন না। অন্যদিকে, রাজের এই কাণ্ডের পর নাকি ইন্ডাস্ট্রিতে শিল্পার বিজ্ঞাপন সব বাতিল হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তার পরিবার।

আরো পড়ুন:

গত ১৯ জুলাই গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ছিলেন রাজ কুন্দ্রা। মঙ্গলবার (২৭ জুলাই) তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত। এরপর তার জামিনের জন্য আবেদন করা হয়েছে। বুধবার তার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়