ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

নোরার ‘জালিমা কোকা কোলা’ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৮:২৫, ২৮ জুলাই ২০২১
নোরার ‘জালিমা কোকা কোলা’ (ভিডিও)

বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বুধবার (২৮ জুলাই) ইউটিউবে প্রকাশিত হয়েছে তার ‘জালিমা কোকা কোলা’। গানটিতে কোমর দুলিয়ে আবারো আলোচনায় নোরা।

বলিউডের ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমার গান এটি। এতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের সুর করেছেন তানিস্ক বাগচি।

‘জালিমা কোকা কোলা’ গানটিতে নোরাকে সোনালী-নীল রঙের ঘাগড়াতে দেখা গেছে। নাচের স্টেপ দিয়ে আবারো দর্শকের মন জয় করেছেন নোরা। সিনেমায় একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে।

আরো পড়ুন:

‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। সিনেমাটিতে আরো আছেন— সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, অ্যামি ভির্ক প্রমুখ। আগামী ১৩ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি।

দেখুন: ‘জালিমা কোকা কোলা’ গানটি

 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়