ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ফের পর্দায় শাহরুখ-কাজল ম্যাজিক!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৮:৪৬, ২৮ জুলাই ২০২১
ফের পর্দায় শাহরুখ-কাজল ম্যাজিক!

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। পর্দায় তাদের রোমান্স দেখে মুগ্ধ হন দর্শক। ফের দেখা যাবে শাহরুখ-কাজল ম্যাজিক।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজকুমার হিরানির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ ও কাজল। সামাজিক-কমেডি ঘরানার এই সিনেমার গল্প ভারত ও কানাডার দুই পরিবারকে নিয়ে। শোনা যাচ্ছে এতে আরো অভিনয় করবেন— বিদ্যা বালান, তাপসী পান্নু, মনোজ বাজপেয়ী ও বোমান ইরানির মতো তারকারা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাজকুমার হিরানি ও শাহরুখ।

শাহরুখ-কাজল জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিলওয়ালে’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা মুক্তি পায় ২০১৫ সালে। এছাড়া এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তারা। এগুলোর মধ্যে রয়েছে— ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’ ইত্যাদি।

আরো পড়ুন:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়