ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পার মানহানির মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৩০ জুলাই ২০২১   আপডেট: ১২:৩৪, ৩০ জুলাই ২০২১
শিল্পার মানহানির মামলা

মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় এই অভিনেত্রীকে নিয়ে মিথ্যা রিপোর্ট ও ইমেজ নষ্ট করার দায়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন শিল্পা। নিঃস্বার্থ ক্ষমা না চাইলে এই সব মিডিয়া হাউজের কাছ থেকে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। গ্রেপ্তারের পরদিন রাজকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এরপর তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়। এরপর তাকে ১৪ দিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত।

আরো পড়ুন:

এই ঘটনায় এখন পর্যন্ত শিল্পার সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এদিকে স্বামীর গ্রেপ্তারের পর রাজের ভিয়ান ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন শিল্পা। এরপর তার জবানবন্দি নেওয়া হয়। তার বিষয়ে এখনো তদন্ত চলছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়