ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শাহরুখ আমার প্রথম প্রেম: রিচা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৩০ জুলাই ২০২১  
শাহরুখ আমার প্রথম প্রেম: রিচা

শাহরুখ খান ও রিচা চাড্ডা

বলিউড রোমান্স কিং শাহরুখ খান। রুপালি পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক। অনেকেই তার প্রেমেও পড়েন। তাদের মধ্যে একজন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখের স্কুল জীবনের একটি ছবি পোস্ট করেন তার এক ভক্ত। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়। সেই ছবির নিচে রিচা চাড্ডাও মন্তব্য করেন। এই অভিনেত্রী লিখেছেন, ‘প্রথম প্রেম।’ যদিও এই অভিনেত্রীর মন্তব্যটি নিয়ে প্রশ্ন তোলেন তার এক ভক্ত। প্রশ্ন করেন, ‘আমি তো জানতাম রাহুল দ্রাবিড় আপনার প্রথম প্রেম।’ সেই ভুল ভাঙিয়ে রিচা উত্তর দেন, ‘রাহুলের আগে।’

তবে রিচার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহরুখ এখনো কিছু বলেননি।

আরো পড়ুন:

দীর্ঘদিন রুপালি পর্দায় দেখা যায়নি শাহরুখকে। তার সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালের ডিসেস্বরে। বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন শাহরুখ। যশরাজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

অন্যদিকে, বিগত বছরগুলোতে ‘লাভ সোনিয়া’, ‘ক্যাবারে’, ‘সেকশন ৩৭৫’, ‘পাঙ্গা’, ‘শাকীলা’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন রিচা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাহোড় কনফিডেনশিয়াল’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়