ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এবার শিল্পার বিষয়ে মুখ খুললেন রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১ আগস্ট ২০২১   আপডেট: ১১:৫২, ১ আগস্ট ২০২১
এবার শিল্পার বিষয়ে মুখ খুললেন রিচা চাড্ডা

পর্নোগ্রাফি মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নিয়ে চুপ ছিলেন বলিউড তারকারা। সম্প্রতি পরিচালক হ্যানসাল মেহতা এ নিয়ে কথা বলেন। তার টুইটের পরিপ্রেক্ষিতে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা।

শুক্রবার (৩০ জুলাই) হ্যানসাল মেহতা শিল্পার বিষয় নিয়ে একাধিক টুইট করেন। এর মধ্যে একটিতে লেখেন, ‘যদি পাশে দাঁড়াতে না পারেন অন্তত শিল্পাকে একা থাকতে এবং আদালতকে বিষয়টি নির্ধারণ করতে দিন। তার মর্যাদা ও প্রাইভেসি বজায় রাখুন। এটি খুবই দুর্ভাগ্যের বিষয় যে, মানুষকে এখন নিজেকেই সব সামাল দিতে হয় এবং বিচারের আগেই দোষী সাব্যস্ত করা হয়।’

শনিবার এটি রিটুইট করে রিচা লেখেন, ‘পুরুষ সঙ্গীদের  ভুলের জন্য মেয়েদের দোষারোপ করা আমাদের জাতীয় খেলায় পরিণত হয়েছে। ভালো লাগছে যে তিনি (শিল্পা) মামলা করেছেন।’

আরো পড়ুন:

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হন। পর্নো তৈরি ও তা প্রচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর থেকে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা। পরবর্তী  সময়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানি মামলা করেন শিল্পা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়