ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শিল্পা ঘুমালে শমিতাকে নিয়ে পার্টিতে যেতেন রাজ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৩ আগস্ট ২০২১  
শিল্পা ঘুমালে শমিতাকে নিয়ে পার্টিতে যেতেন রাজ

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তার বোন শমিতা শেঠিও একজন অভিনেত্রী। দুই বোনের মধ্যে বেশ মধুর সম্পর্ক।

কয়েক বছর আগে ‘দ্য কপিল শর্মা শো’-এ হাজির হয়েছিলেন শিল্পা, শমিতা ও শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এই সময় নিজেদের অনেক অজানা কথা জানান তারা। রাজ কুন্দ্রা জানান, শমিতার সঙ্গে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমনকি শিল্পা ঘুমিয়ে পড়লে তাকে নিয়ে পার্টিতে যান তিনি।

শমিতা বলেন, ‘রাজ ও শিল্পার বিয়ের পর খুব খুশি হয়েছিলাম। কিন্তু প্রায় এক মাস বিষণ্নতায় ভুগেছি। কারণ যখন শিল্পা বাড়িতে আসতো আমরা অনেক হাসাহাসি করতাম। তাকে অনেক মনে পড়তো।’

আরো পড়ুন:

শমিতার কথার পরিপ্রেক্ষতে রাজ কুন্দ্রা বলেন, ‘শিল্পাকে বিয়ে করে আমার লাভ হয়েছে। বিয়ের পর সন্ধ্যা সাতটায় রাতের খাবার শেষ করি, আর রাত নয়টার পর বাইরে বের হওয়া বন্ধ। নিজের বাড়ির কথা মনে হয়।’

তিনি আরো বলেন, “শিল্পা বই পড়ে ঘুমিয়ে যায়। মাঝে মাঝে পার্টিতে যাওয়ার ইচ্ছা হলে শমিতাকে ডেকে পাঠাই। তবে শুক্রবার রাতে। শমিতা কখনো ‘না’ করে না। পার্টি করার সময় তাকে খুব মিস করি। যখন বই পড়া, টিভি ও কপিল শর্মা শো দেখার প্রয়োজন হয় তখন ম্যাডাম (শিল্পা)। আমার একের ভিতর দুই আছে।”

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়