ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১৪:৫৬, ৩ আগস্ট ২০২১
কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরপর কয়েকটি ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে আলোচনায় তিনি। এবার তার সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ফার্নিচারওয়ালা।

গত বছর ‘জাওয়ানি জানেমান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন আলিয়া। প্রথম সিনেমাতেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

কার্তিক-আলিয়ার সিনেমাটির নাম ‘ফ্রেডি’। একতা কাপুর প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। কার্তিক-আলিয়ার নতুন জুটি দর্শকদের মন জয় করবে বলে নির্মাতারা আশা করছেন।

আরো পড়ুন:

সবকিছু ঠিক থাকলে একতা কাপুরের প্রযোজনায় এটি আলিয়ার দ্বিতীয় সিনেমা। সামান্থা আক্কিনেনি অভিনীত ‘ইউ টার্ন’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন আলিয়া ফার্নিচারওয়ালা। অন্যদিকে, ফ্রেডি সিনেমার শুটিং শুরু করেছেন কার্তিক। এরপর বিরতি নিয়ে ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়