ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

মুখোমুখি আমির-আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৪:৪৪, ৪ আগস্ট ২০২১
মুখোমুখি আমির-আল্লু অর্জুন

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান। অন্যদিকে তেলেগু সিনেমার ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তারা।

আমির খান অভিনীত পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। চলতি বছর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে এটি। এদিকে আল্লুর ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমা আগস্টে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পেছানো হয়েছে। তেলেগু, তামিল, হিন্দিসহ কয়েকটি ভাষায় বড়দিন উপলক্ষে এই সিনেমাটিও মুক্তি পাবে।

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করছেন আদভাইত চন্দন। এতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর।

আরো পড়ুন:

‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশ পায়। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্য সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। সিনেমাটিতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়