ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পরীমনির বাসার সামনে জনতার ভিড়

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৯:০৮, ৪ আগস্ট ২০২১
পরীমনির বাসার সামনে জনতার ভিড়

নায়িকার বাসার সামনে উৎসুক জনতার ভিড় থাকাটা অস্বাভাবিক নয়। তবে আজ (৪ আগস্ট) দুপুরের পর পরীমনির বনানীর বাসার সামনে কৌতূহলী জনতার যে ভিড় লক্ষ্য করা গেছে তা ব্যতিক্রম। এমনকি এই নায়িকার প্রতিবেশীরাও এত লোকের ভিড় কখনও সেখানে দেখেননি।

খবরে প্রকাশ পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে। তবে ঠিক কী কারণে অভিযান পরিচালিত হচ্ছে জানা যায়নি। বুধবার বিকেল ৪টার দিকে পরীমনির বনানীর বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। র‌্যাব জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরীমনির বাসার সামনে কৌতূহলী জনতা

এর আগে বুধবার দুপুরে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন পরীমনি। সে সময় তিনি লাইভে এসে জানান, কে বা কারা তার বাসায় ঢুকতে চাইছে। এ সময় এই চিত্রনায়িকাকে কিংকর্তব্যবিমূঢ় দেখাচ্ছিল। তিনি এক পর্যায়ে সবার সহযোগিতা চান।

সম্প্রতি উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনি সংবাদ শিরোনাম হন। তিনি ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

ঢাকা/রাহাত সাইফুল


সর্বশেষ

পাঠকপ্রিয়