ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

প্রভাসের সিনেমার আইটেম গানে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৮:৪২, ৪ আগস্ট ২০২১
প্রভাসের সিনেমার আইটেম গানে ক্যাটরিনা

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরমধ্যে একটি ‘সালার’।

সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল। টলিউড ডটনেট জানিয়েছে, পরিচালক চাইছেন সিনেমাটির আইটেম গানে নাচবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৫ বছর পর আবার তেলেগু সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। এর আগে ‘আল্লারি পিডুগু’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন নান্দামুরি বালাকৃষ্ণা।

আরো পড়ুন:

ইতোমধ্যে ‘সালার’ সিনেমার দ্বিতীয় শিডিউলের শুটিং শেষ হয়েছে। এতে প্রভাসকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়া আরো অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিশ্বব্যাপী ২০২২ সালের ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। পুরো ভারত জুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়