ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘অনেকেই বলতো আমি হিরো না হিরোইন বোঝা যায় না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৬ আগস্ট ২০২১  
‘অনেকেই বলতো আমি হিরো না হিরোইন বোঝা যায় না’

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর ‘বাঘি’, ‘ওয়ার’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে শুরুর দিকে অনেক কটু কথা শুনতে হয়েছেন টাইগারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়েও বিদ্রূপও হয়েছে।

এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘আমার লুক নিয়ে ট্রোলাররা অনেক কিছু বলেছে। আমি কেমন দেখতে তা নিয়ে মজা করতো। অনেকেই বলতো আমি হিরো না হিরোইন বোঝা যায় না, জ্যাকি শ্রফের ছেলে বলে আমাকে মনেই হয় না। বলতো আমার ঠোঁট এতো লাল কেন, দাড়ি নেই। আরো অনেক কিছু।’

আরো পড়ুন:

তবে কখনোই এসব কথাকে পাত্তা দেননি বলে জানান টাইগার।

টাইগার শ্রফ অভিনীত পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। এছাড়া ‘গণপথ’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা। ‘বাঘি ফোর’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়