ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বিয়ে নিয়ে কিয়ারার পরিকল্পনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৮ আগস্ট ২০২১   আপডেট: ১৩:৪৬, ৮ আগস্ট ২০২১
বিয়ে নিয়ে কিয়ারার পরিকল্পনা

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিপাড়ায় কান পাতলেই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়।

খুব শিগগির মুক্তি পাচ্ছে এই লাভ বার্ডের সিনেমা ‘শেরশাহ’। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত তারা। এরই ধারাবাহিকতায় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কিয়ারা। এই সময় বিয়ে নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

কিয়ারা জানান, অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ করতে চান তিনি। তার ভাষায়, ‘আমার সবসময় মনে হয়েছে, বিয়ের জন্য সুসম্পষ্ট একটি কারণ প্রয়োজন। আমার ক্ষেত্রে যখনই বিয়ে হবে এটির একটিই কারণ থাকবে তা হলো ভালোবাসা। কারণ জীবনে চলার পথে যত বাধায় আসুক কেন, ভালোবাসাটাই সবচেয়ে বড় ভিত্তি এবং এর ওপর ভিত্তি করেই সব তৈরি।’

আরো পড়ুন:

২০১৯ সাল থেকে বলিউডে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এখন পর্যন্ত প্রেমের কথা স্বীকার করেননি সিদ্ধার্থ বা কিয়ারা। সাক্ষাৎকারে সিদ্ধার্থের বিষয়ে এই অভিনেত্রী জানান, ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমাখ্যাত এই অভিনেতা তার ঘনিষ্ঠ বন্ধু।

এদিকে ইতোমধ্যে প্রকাশিত ‘শেরশাহ’ সিনেমার ফার্স্ট লুক, টিজার ও ট্রেইলার দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগামী ১২ আগস্ট থেকে অ্যামাজন প্রাইমে ‘শেরশাহ’ সিনেমটি দেখা যাবে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়