ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ইনস্টাগ্রাম থেকে কত আয় করেন সামান্থা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৮ আগস্ট ২০২১   আপডেট: ১৬:২২, ৮ আগস্ট ২০২১
ইনস্টাগ্রাম থেকে কত আয় করেন সামান্থা?

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। তার ভক্ত-অনুসারীর সংখ্যাও কম নয়।

ফটো ও ভিডিও শেয়ারিং শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সামান্থার ১৮ মিলিয়ন অনুসারী। প্রায়ই নিজের ছবি ও বিভিন্ন বিষয় ভক্তদের জন্য শেয়ার করেন এই অভিনেত্রী। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনও করেন। প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য তিনি কয়েক লাখ রুপি পান।

এদিকে অনেক নামি-দামি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রচারের জন্য সামান্থাকে এই মোটা অঙ্কের পারিশ্রমিক দিতেও রাজি থাকেন। পাশাপাশি নিজের ক্লোথিং লেবেল ‘সাকি’র প্রচারও করেন এই অভিনেত্রী।

আরো পড়ুন:

বর্তমানে ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং করছেন সামান্থা। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। এছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়