ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এবার আইনি জটিলতায় শিল্পা ও তার মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১০ আগস্ট ২০২১   আপডেট: ১২:৩৬, ১০ আগস্ট ২০২১
এবার আইনি জটিলতায় শিল্পা ও তার মা

কিছুদিন আগে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এবার আইনি জটিলতায় এই বলিউড অভিনেত্রী ও তার মা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেঠে, শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে ভারতের লাখনৌতে প্রতারণা মামলা দায়ের হয়েছে। খুব শিগগির এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ে শিল্পা ও তার মায়ের সঙ্গে দেখা করবে লাখনৌ পুলিশ।

লাখনৌয়ের হজরতগণি ও বিভূতি খানস থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন লাখনৌ পুলিশ।

আরো পড়ুন:

শিল্পা ‘আয়োসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি ফিটনেস প্রতিষ্ঠান পরিচালনা করেন। এর চেয়ারম্যান এই অভিনেত্রী। অন্যদিকে তার মা পরিচালক পদে আছেন। অভিযোগে বলা হয়েছে, নতুন ব্র্যাঞ্চ খোলার নামে দুই ব্যক্তির কাছ থেকে শিল্পা ও তার মা কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন।

ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) সঞ্জীব সুমন এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবার (৯ আগস্ট) এই মামলার তদন্ত কর্মকর্তা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাই-প্রোফাইল মামলা হওয়া সত্ত্বেও পুলিশ বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়