পরীমনিকে দেখতে আদালতে নানা
মাদককাণ্ডে গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে দেখতে আদালতে গিয়েছেন নানা শামসুল হক।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর সিএমএম আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের উত্তরে শামসুল হক বলেন, ‘পরী নিজের জন্য জীবনে কিছু করে নাই, সব মানুষের জন্য করেছে। আর এখন পরিস্থিতির শিকার হয়েছে। নিজের নামে ফ্ল্যাট কেনে নাই। প্রতি বছর এফডিসিতে গরু কোরবানি দেয় সে গরীবদের জন্য।’
পরীমনির বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মাদক উদ্ধার করেছেন। এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা- এমন প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, ‘পরীর বাসায় খালি বোতল পাওয়া গেছে। কিন্তু ওসব মাদক কিনা তা তো জানি না।’
গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে পরীমনির ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে আজ পরীমনিকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি। আসামির পুনরায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পরীমনি ছোট থাকা অবস্থায় তার মা মারা যান। এরপর থেকে তিনি নানাবাড়িতে বড় হন। এই নানার কাছে থেকেই লেখাপড়া করেন। সেখান থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা আসেন পরীমনি। পরীর জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে নানাকে দেখা যেত। পরীমনির বর্তমান অভিভাবক তিনি।
মামুন/শান্ত