ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

স্বস্তি ফিরেছে তিশার মনে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১০ আগস্ট ২০২১  
স্বস্তি ফিরেছে তিশার মনে

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা আবুল কালাম। তার মাইনর স্ট্রোক হয়েছিল। এ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন তিশা ও তার পরিবার। অবশেষে স্বস্তি ফিরেছে এই অভিনেত্রীর মনে।

অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিশার বাবা। ফেসবুকে স্ট্যাটাসে এ তথ‌্য জানান তানজিন তিশা। এ অভিনেত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে বাবা বাড়ি ফিরেছেন। বাবার মাইনর স্ট্রোক হয়েছিল এবং কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বাবা এখন বিপদমুক্ত, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

বাবাকে হাসপাতালে ভর্তি করার পর কঠিন সময় পার করেছেন তানজিন তিশা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘গত কয়েকটি দিন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। আমিও স্বাভাবিক জীবনে ফিরছি। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন।’

আরো পড়ুন:

ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন তানজিন তিশা। তার মধ‌্যে ১৪টি নাটক বিভিন্ন টিভি ও ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে। ঈদে প্রচারিত তিশার আলোচিত নাটকগুলোর মধ‌্যে হলো—‘সাহসিকা’, ‘অবসর’, ‘হ্যালো শুনছেন’, ‘এক মুঠো প্রেম’, ‘কায়কোবাদ’ প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়