ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এক সিনেমায় প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১০ আগস্ট ২০২১  
এক সিনেমায় প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া

বলিউডের অন্যতম জনপ্রিয় তিন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। এবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জি লে জারা’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন ফারহান আখতার। এটি রচনা করেছেন জয়া আখতার, ফারহান ও রিমা কাগতি। প্রযোজনা করছেন ফারহান, জয়া, রিমা কাগতি ও রিতেশ সিধওয়ানি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবার গাড়ি নিয়ে মেয়েদের বেরিয়ে পড়ার সময়।’

আরো পড়ুন:

সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, ‘এটি রোড ট্রিপ নিয়ে সিনেমা। তিন নারীর ভ্রমণ নিয়ে জীবনের এক টুকরো গল্পের সিনেমা।’

আগামী বছর সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হবে। ২০২৩ সালে ‘জি লে জারা’ সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়