ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ছোট মেয়ের বলিউড অভিষেক নিয়ে বনি কাপুরের বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২০ আগস্ট ২০২১   আপডেট: ১৪:১২, ২০ আগস্ট ২০২১
ছোট মেয়ের বলিউড অভিষেক নিয়ে বনি কাপুরের বক্তব্য

খুশি, বনি ও জানভি কাপুর

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জানভি ও খুশি কাপুর। ইতোমধ্যে বলিউড সিনেমায় নাম লেখিয়েছেন তাদের বড় মেয়ে জানভি। গুঞ্জন উঠেছে, রুপালি পর্দায় খুশিরও অভিষেক হতে চলেছে।

যদিও এ প্রসঙ্গে বনি কাপুর ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এটি সম্পর্কে কিছুই জানি না। আপনারা কী বিষয়ে কথা বলছেন সেটিও জানা নেই।’

এর আগে এক সাক্ষাৎকারে বনি কাপুর জানান, ছোট মেয়েকে নিয়ে নিজে সিনেমা তৈরি করতে চান না তিনি। এই নির্মাতার ভাষায়, ‘আমার সেই সুযোগ আছে, কিন্তু আমি চাই অন্য কেউ তাকে সুযোগ দিক, কারণ আমি বাবা এবং এটি হলে আনন্দ পাবো। একজন নির্মাতা হিসেবে আমি এটি এটি করতে পারি না এবং একজন অভিনয়শিল্পীর ক্ষেত্রেও সেটি ভালো নয়। আমি চাই খুশি নিজের যোগ্যতায় সুযোগ তৈরি করুক। সে এমন একজনের মাধ্যমে পথচলা শুরু করবে, যাকে আমি নিরাপদ মনে করব।’

আরো পড়ুন:

সম্প্রতি গুঞ্জন ওঠে, নেটফ্লিক্সের জন্য একটি সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় পরিচালক জয়া আখতার। এতে অভিনয় করবেন খুশি কাপুর। এছাড়া এ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগাস্ত্যাকেও দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়