ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

নির্মাতা বললেন পরীমনির অতীতের ঘটনা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২১ আগস্ট ২০২১   আপডেট: ১৫:১১, ২১ আগস্ট ২০২১
নির্মাতা বললেন পরীমনির অতীতের ঘটনা

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে আজ (২১ আগস্ট) আদালতে হাজির করা হয়েছে। পরীমনির ঘটনায় চলচ্চিত্রসংশ্লিষ্টরা শুরুতে নীরব থাকলেও এখন অনেকেই মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদ মাধ্যমে পরীমনির মুক্তির দাবি জোড়ালো হচ্ছে। এই ধারাবাহিকতায় পরীমনি প্রসঙ্গে এবার কথা বলেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এই নির্মাতার ভাষ্য অনুযায়ী পরীমনির সঙ্গে যা ঘটেছে তাতে ‘বাড়াবাড়ি’ দেখছেন তিনি। 

সোহানুর রহমান সোহান বলেন, ‘সাধারণ মেয়ে হলে তাকে নিয়ে এত কিছু হতো না। পরীমনি যেহেতু শিল্পী, ভালো শিল্পী, সে কারণেই তাকে নিয়ে একটু বেশি হবে এটাই স্বাভাবিক। তবে শিল্পী কিন্তু তৈর হয় না, শিল্পী গড গিফটেড। ফলে তাকে একেবারেই আমরা ফেলে দেব তা নয়। তার অপরাধ প্রমাণ হবে কিনা এখনও বলতে পারি না। প্রমাণিত হলে তখন আমরা বুঝবো আমাদের কী বলা উচিত। এখন যেটা বলবো-পরীমনির বিষয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়েছে। এটি আরেকটু শোভনীয় হতে পারতো।’

তবে যাই ঘটুক না কেন পরীমনির পাশে থাকবো উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘কারণ সে তো আমাদের শিল্পী। পরী হয়তো অপরাধ করছে, তাকে বুঝিয়ে শোধরানোর সুযোগ দেয়া উচিত। শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি- আমরা সবাই তার পাশে দাঁড়াবো।’

‘পরীর জন্য যেটা হয়েছে সেটা হলো ওর অভিভাবক নেই; একমাত্র নানা ছাড়া। যে কারণে মেয়েটা আনব্যালেন্সড হয়ে গিয়েছিল। পরীমনি মানুষের বিপদে-আপদে কিন্তু হেল্প করে।’ বলেন সোহানুর রহমান সোহান। 

এরপরই তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, ‘একবার একটা ইউনিট আউট ডোরে পাঁচ লক্ষ টাকার জন্য আটকে গিয়েছিল। ইউনিট ঢাকায় ফিরতে পারছিল না। তখন পরীমনি পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই ইউনিটকে ঢাকা ফিরিয়ে এনছিল। এরকম বহু ঘটনা সে ঘটিয়েছে।’

‘আজ যা হচ্ছে জনগণ সব ভুলে যাবে। নতুন করে পরীমনিকে খুঁজে পাবে তারা। কেননা পরীমনি জাত শিল্পী। ওর মতো শিল্পীর দরকার আছে।’ মনে করেন নির্মাতা সোহান। 

এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন: ‘সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরীপ্রেক্ষিতে সোজাসাপটা বলি, পরিমনী ন্যায়বিচার পাক, নিজের ভুল-ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল।’
 

ঢাকা/তারা


সর্বশেষ

পাঠকপ্রিয়