বিয়ের জন্য কৃতির পছন্দ প্রভাস
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিমি’। দর্শক-সমালোচকের বেশ প্রশংসা পেয়েছে এটি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কৃতি। এই সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান। উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।
ভারতের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার পর বিশেষ খ্যাতি পেয়েছেন এই অভিনেতা। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন। জানা যায়, এই সিনেমা মুক্তির পর ছয় হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন প্রভাস। অনেকবার তার বিয়ের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু এখনো ব্যাচেলর তকমা নিয়েই আছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা।
এদিকে প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন কৃতি। এতে প্রভাসকে রাম ও কৃতিকে সীতা চরিত্রে দেখা যাবে। ওম রাউত পরিচালিত এই সিনেমায় আরো আছেন সাইফ আলী খান। লঙ্কেশ বা রাবণ চরিত্রে পর্দায় হাজির হবেন এই অভিনেতা।
ঢাকা/মারুফ