ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

‘আগের মতো সুন্দর আফগানিস্তান সম্ভবত আর ফিরবে না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১১:০১, ২৪ আগস্ট ২০২১
‘আগের মতো সুন্দর আফগানিস্তান সম্ভবত আর ফিরবে না’

বলিউড অভিনেত্রী ওয়ারিনা হোসেন। সুপারস্টার সালমান খানের প্রযোজনায় তৈরি ‘লাভযাত্রী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

প্রায় দুই দশক আগে তালেবানের অত্যাচার থেকে বাঁচতে ওয়ারিনার গোটা পরিবার আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে আসে। ভারত এখন তাদের নিজের দেশ। কিন্তু সম্প্রতি তালেবানরা ফের ক্ষমতা নেওয়ায় আফগানিস্তানের দুঃসহ স্মৃতি আবারো ওয়ানিরার মনে পড়ছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমে ওয়ারিনা বলেন, ‘আফগানিস্তানে এই অবস্থার পর আবার শরণার্থীর সংখ্যা বাড়বে। এত মানুষকে জায়গা দেওয়া কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। কিন্তু তবুও আমি রাষ্ট্রনেতাদের অনুরোধ করব, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান। আমি ও আমার পরিবারের লোকজন সৌভাগ্যবান যে ভারত আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল। আফগানিস্তানে শুধু শোষণ এবং অত্যাচার। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান সম্ভবত আর ফিরবে না।’

আরো পড়ুন:

সর্বশেষ ‘দাবাং-থ্রি’ সিনেমার আইটেম গানে ওয়ারিনাকে দেখা গেছে। ‘দ্য ইনকমপ্লিট ম্যান’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া আরো দু’টি তেলেগু সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়