ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নতুন প্রেমে শিল্পার বোন শমিতা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১০:৩২, ২৫ আগস্ট ২০২১
নতুন প্রেমে শিল্পার বোন শমিতা!

শমিতা ও শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। বোন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর থেকে আবারো আলোচনায় তিনি।

এছাড়া সম্প্রতি শুরু হওয়া ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী শমিতা। এই রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি। পাশাপাশি তার নতুন প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের আরেক প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গেই নাকি প্রেম করছেন শমিতা। একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা। কখনো রাকেশের সঙ্গেই অন্ধকার ঘরে আড্ডায় মেতে থাকছেন। সব মিলিয়ে শমিতা কিন্তু বিগ বসের অন্দরমহল জমিয়ে রেখেছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দর্শকরাও ধারণা করছেন— রাকেশ বাপাটের সঙ্গেই মন দেওয়া নেওয়া চলছে ‘মহব্বতে’ অভিনেত্রীর।

আরো পড়ুন:

শমিতাকে জড়িয়ে রাকেশ বাপাট

এখানেই শেষ নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শমিতা ও রাকেশ একই কম্বলের নিচে শুয়ে আছেন। শুয়ে শুয়ে হাসি-ঠাট্টা করছেন তারা। এরপর রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন। শমিতাকে রাকেশ বলেন, ‘বেবি কাছে এসো!’

তবে ‘বিগ বস’ রিয়েলিটি শো মানেই যে স্টান্টবাজি সেটিও মাথায় রাখছেন দর্শক। অনেকেই মনে করছেন শুধুমাত্র টিআরপি ধরে রাখতেই এই স্টান্টবাজি করছেন কর্তৃপক্ষ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়